শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মন্ত্রী-এমপিদের বক্তব্যই প্রমাণ করে রায় পূর্ব নির্ধারিত-ফখরুল।। লালমোহন বিডিনিউজ
মন্ত্রী-এমপিদের বক্তব্যই প্রমাণ করে রায় পূর্ব নির্ধারিত-ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীদের কথা বলতে না দিয়ে তাড়াহুড়া করে এই মামলার কার্যক্রম শেষ করছে সরকার। এই মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। কোনো ডকুমেন্টে তার স্বাক্ষর নেই। মিথ্যা মামলা দিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে যে আচরণ করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন ‘রায় নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে’। তাদের এমন বক্তব্যই প্রমাণ করে রায় পূর্বে নির্ধারিত।
যেনতেন রায় দেওয়া হলে জনগণ তা মেনে নিবে না। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে ফখরুল এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ সব বন্দির মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
এসময় মির্জা ফখরুল আরো বলেন, খালেদা জিয়াকে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতেই তড়িগড়ি করে রায় দেওয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। তিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী। চাইলেই তাকে দূরে রাখা যাবে না।