বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » লালমোহনে রাশেদ গার্মেন্টস এ ছাত্রীকে ইভটিজিং, অভিযোগ দায়ের ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে রাশেদ গার্মেন্টস এ ছাত্রীকে ইভটিজিং, অভিযোগ দায়ের ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন বাজারের তৈরী পোশাক বিক্রেতা রাশেদ গার্মেন্টস এর মালিক রানা ও কর্মচারী কামরুল কর্তৃক নবম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ২৪ জানুয়ারী বুধবার সকাল সাড়ে নয়টায় লালমোহন পৌর ৮নং ওয়ার্ড এলাকার মো. জান্টু মিয়ার কন্যা লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বাজারের রাশেদ গার্মেন্টস কেনাকাটা করতে যায়। এসময় দোকানে থাকা গার্মেন্টস মালিক নাছির খাঁনের ছেলে রানা এবং তার দোকান কর্মচারী কামরুল ছাত্রীটির সাথে খারাপ ভাষায় কথাবার্তা ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। ছাত্রীর মতের বিরুদ্ধে মোবাইল দিয়ে ছবি ও তোলে তারা।
বিষয়টি নিজের পরিবার কে জানালে এ বিষয়ে জানতে রাশেদ গার্মেন্টস এ যান ছাত্রীর বাবা ও তার ফুফাত ভাই শাকিল।
এসময় দোকান মালিক রানা ও কর্মচারী কামরুল ক্ষেপে গিয়ে শাকিল কে এলোপাথারী মারধর করে। সংবাদ শুনে শাকিলের চাচাতো ভাই লিয়ন, সুমন ও শুভ এগিয়ে গেলে তাদের কে ও মারধর করে সাথে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ইভটিজাররা।
বিষয়টি লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়াকে জানালে ও কোন ফয়সালা পায়নি ভুক্তভোগী পরিবার।
অবশেষে ২৫ জানুয়ারী এ ঘটনায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে ওই ছাত্রী।