বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিনোদন | শিরোনাম | সর্বশেষ » বরিশালে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ।। লালমোহন বিডিনিউজ
বরিশালে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, স্টাফ রিপোর্টার : আবহমান বাংলার শিল্প সংস্কৃতিকে ধারন করে বরিশালে শুরু হয়েছে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। বুধবার রাতে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উৎসবের উদ্বোধণ করেছেন সাংস্কৃতিজন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহান আরা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর জানান, চার দিনব্যাপী উৎসবে আলোচনা সভা, নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক মঞ্চায়িত হবে। উৎসব চলবে আগামী ২৭ জানুয়ারী পর্যন্ত।