বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, এস,এম,মিজান, গৌরনদী প্রতিনিধি : উপজেলার টরকী বন্দর আবেদীয়া শিক্ষা পরিবারের উদ্যোগে বুহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবেদীয়া শিক্ষা পরিবারের সম্মুখে এ উপলক্ষে এক আলোচনা সভা মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত চক্রবর্তী, জহির উদ্দিন দোলন, আবেদীয়া শিক্ষা পরিবারের পরিচালক মোঃ হাসান খান, বিপ্লব কুমার চক্রবর্তী, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমটির সভাপতি কবির হোসেন মাঝি, সাধারন সম্পাদক আলহাজ্ব মামুন সিকদার, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন সিকদার। শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মোঃ আবুল খায়ের।