রবিবার, ৩১ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছাবে : বাণিজ্যমন্ত্রী
২০২১ সালের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছাবে : বাণিজ্যমন্ত্রী
রাশেল সিকদার ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। আজ সেই ঘোষণা বাস্তবে রূপ নিয়েছে এবং ২১ সালের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌছাবে।
হোটেল সোনারগাঁওয়ে রবিবার জিএসপি অটোমোশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ইপিবি-জিএসপি সার্টিফিকেশন প্রক্রিয়া অটোমোশন করে।
তোফায়েল আহমদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে মধ্য আয়ের দেশে পরিণত হবে। এটা এখন বাস্তব। সুবর্ণজয়ন্তীতে তৈরি পোশাকশিল্পের রফতানি ৫০ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।