সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চাকরি জাতীয়করণের দাবিতে চরফ্যাশনে ৬৩ কমিউনিটি ক্লিনিক বন্ধ।। লালমোহন বিকিডনিউজ
চাকরি জাতীয়করণের দাবিতে চরফ্যাশনে ৬৩ কমিউনিটি ক্লিনিক বন্ধ।। লালমোহন বিকিডনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চাকরি জাতীয়করণের দাবিতে ভোলার চরফ্যাশনের ৬৩ কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে আন্দোলন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)’রা । তারা সোমবার চরফ্যাশন হাসপাতালের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় উপজেলার প্রান্তিক জনপদের হাজার হাজার রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার চরমাদ্রাজ আ. রাজ্জাক ক্লিনিকে গিয়ে দেখা যায় ক্লিনিকের দরজায় তালা ঝুলছে শত শত রোগি চিকিৎসা নিতে এসে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছে। এ চিত্র শুধু আ. রাজ্জাক ক্লিনিকেরই নয় উপজেলার ৬৩ ক্লিনিকের একই চিত্র।
সিএইচসিপি এসোসিয়েশন চরফ্যাশন শাখার সভাপতি জজিম উদ্দিন জানান, ২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তর সিএইচসিপিদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেন। এছাড়া চাকরি জাতীয় করণে হাইকোটের একটি রায় রয়েছে। কিন্তু এখন পর্যন্ত চাকরি জাতীয়করণ হয়নি। চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে সিএইচসিপিরা।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম বলেন, সিএসপিরা কমিউনিটি ক্লিনিকে নতুন তালা ঝুলিয়ে দেয়ায় স্বাস্থ্য সহকারিরাও ক্লিনিকে প্রবেশ করতে পারছে না। যার কারণে প্রান্তিক জনপদের রোগীরা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা পাচ্ছেনা। বিষয়টি সিভিল সার্জন ও ডিজিকে লিখিত ভাবে জানানো হয়েছে।