
সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। নিউমার্কেটের পুরনো একতলা ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ নেমেছেন তারা। তাদের দাবি, ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আজ সোমবার দুপুর ১২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এ অবরোধ প্রত্যাহার করবেন। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
অপরদিকে ভবনটি দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। মালিক সমিতি জানায়, উচ্চ আদলতের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় তারা সেই চেষ্টা চালানো হচ্ছে।