
রবিবার, ৩১ মে ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে শ্রমিকলীগ নেতাসহ আটক পাঁচ,থানায় হামলা, পুলিশসহ আহত ২০, টায়ায় জ্বালিয়ে সড়ক অবরোধ
চরফ্যাশনে শ্রমিকলীগ নেতাসহ আটক পাঁচ,থানায় হামলা, পুলিশসহ আহত ২০, টায়ায় জ্বালিয়ে সড়ক অবরোধ
চরফ্যাশন সংবাদদাতা : ভোলা জেলার চরফ্যাশন উপজেলা শ্রমিকলীগ নেতাসহ পাঁচজনকে আটক, থানায় হামলা, টায়ায় জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টার সময় এঘটনা ঘটে।
জানাযায়,বিভিন্ন অপরাধের অভিযোগে শনিবার গভীর রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম বাতান, তার স্যালক ফারুক, সাইদ, ভাতিজা মঞ্জু বাতান ও শরীফকে আটক করে। এঘটনার জের ধরে রবিবার সকাল সাড়ে ৬ টার সময় কাশেম বাতানের স্বজন ও সমর্থকরা থানায় হামলা করে এবং সদর রোডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে লালমোহন, চরফ্যাশন, দক্ষিণ আইচা ও শশীভূষণ থানা পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এসময় ১০পুলিশসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাশেম বাতানের বড়ভাই জিন্নাগড় ইউপি সদস্য কাজল বাতানকে চরফ্যাশন হাসাপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, আটকৃতদের বিরুদ্ধে উপ-মন্ত্রীর নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজী, চুরি-ডাকাতি, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। অভিযোগ গুলো যাচাই বাচাই করা হচ্ছে।
চরফ্যাশন থানার ডিউটি অফিসার সহকারী উপ-পুলিশ পরিদর্শক বেলাল জানান, সকাল বেলা কাশেম বাতানের বড়ভাই কাজল বাতানের নেতৃত্বে মিছিলসহকারে থানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায় এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষে ১০ জন পুলিশ ফোর্সসহ ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।