রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » তজুমদ্দিন | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » সিটি বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের কে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে বরণ।।লালমোহন বিডিনিউজ
সিটি বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের কে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে বরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম:সিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চলতি ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় অধ্যাপক মোঃ জাকারিয়া হোসাইন এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাখাওয়াত হোসেন।
শাখাওয়াত হোসাইন বলেন, দেশপ্রেম জাগ্রত করে ডিজিটাল নবজাগরণে স্বাধীন বাংলাদেশ কে এগিয়ে নিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নিষ্ঠার সাথে শিক্ষা অর্জন করে নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান মোঃ সাফায়াত হোসাইন, কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা, জালাল বিন নোমান, অধ্যাপক রাজু আহমেদ, আতাউস সামাদ ও আতাউল্ল্যাহ ভূইয়া।
সিএসই বিভাগের প্রধান সাফায়াত হোসেন, ক্লাসে মৌলিক বিষয় উপস্থাপন করেন। এতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের মৌলিক জ্ঞান আহরণের দিক নির্দেশনা প্রদান করেন।