বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, ২৩শে জানুয়ারি পরবর্তী দিন ধার্য।। লালমোহন বিডিনিউজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, ২৩শে জানুয়ারি পরবর্তী দিন ধার্য।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দ্বাদশ দিনের মতো আসামি কাজী সালিমুল হক ও শরফুদ্দীনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যুক্তিতর্কের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এর আগে বেলা সাড়ে এগারোটায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ আদালতে যুক্ততর্ক উত্থাপন করেন আইনজীবী মো. আহসান উল্লাহ। আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন ড. আখতারুজ্জামান।
এদিকে খালেদার পক্ষে দশম দিনে যুক্ততর্ক শেষ হলেও আদালতে বেলা ১২টা ১ মিনিটে হাজির হয়েছেন তিনি।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ই আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।
আর জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩রা জুলাই রাজধানীর রমনা থানায় অপর মামলাটি করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন।