
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | ধর্ম-কর্ম | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার ।। লালমোহন বিডিনিউজ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ।
রাজধানী ঢাকাসহ ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পর স্বেচ্ছাসেবক মুসল্লিরা ইজতেমা মাঠের চটের প্যান্ডেল মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে ইজতেমায় আগত মুসল্লিদের খিত্তাওয়ারি অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে।
দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেয়ার জন্য জেলাওয়ারি পুরো প্যান্ডেলকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ১৬টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। খিত্তা অনুযায়ী এসব জেলাগুলো হচ্ছে, ১নং খিত্তায় ঢাকা-০১, ২ নং খিত্তায় ঢাকা-০২, ০৩ নং খিত্তায় ঢাকা-০৪, ৪ নং খিত্তায় ঢাকা-১৯, ৫ নং খিত্তায় ঢাকা-২০, ৬ নং খিত্তায় ঢাকা-২১, ৭নং খিত্তায় ঢাকা-০৩, ৮নং খিত্তায় ঢাকা-২৩, ৯ নং খিত্তায় ঢাকা-২২, ১০ নং খিত্তায় ঢাকা-০৬, ১১নং খিত্তায় জামালপুর-০১, ১২নং খিত্তায় জামালপুর-০২, ১৩নং খিত্তায় ফরিদপুর, ১৪নং খিত্তায় কুড়িগ্রাম, ১৫নং খিত্তায় ঝিনাইদহ, ১৬নং খিত্তায় ফেনী, ১৭নং খিত্তায় সুনামগঞ্জ, ১৮নং খিত্তায় ঢাকা-০৭, ১৯নং খিত্তায় ঢাকা-০৫, ২০নং খিত্তায় চুয়াডাঙ্গা, ২১ নং খিত্তায় কুমিল্লা-০১, ২২নং খিত্তায় কুমিল্লা-০২, ২৩নং খিত্তায় রাজশাহী-০১, ২৪নং খিত্তায় রাজশাহী-০২, ২৫নং খিত্তায় খুলনা-০১, ২৬নং খিত্তায় ঠাকুরগাঁও, ২৭নং খিত্তায় খুলনা-০২ ও ২৮ নং খিত্তায় পিরোজপুর জেলার মুসল্লিরা অবস্থান নেবেন।
আগামী ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।