শনিবার, ৩০ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের হাত ধরে নেজু পাটোয়ারীসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপি ছেরে আওয়ামী লীগে যোগদান
এমপি শাওনের হাত ধরে নেজু পাটোয়ারীসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপি ছেরে আওয়ামী লীগে যোগদান
লালমোহন বিডি নিউজ ডেস্ক :লালমোহন এমপি শাওনের হাত ধরে উপজেলা বিএনপির নেজু পাটোয়ারীসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপি ছেরে আওয়ামী লীগে যোগদান । শুক্রবার সকাল ১১ টায় লালমোহন-তজুমদ্দিন আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের হাতে ফুল দিয়ে যোগদান করেন। ঢাকার ন্যাম ভবনের ৬ নং বাড়ী ৫ নং ফ্লাটে যোগদান করেন । নুরুন্নবী চৌধুরী শাওন নবাগতদের স্বাগত জানান। এসময় লালমোহন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল দেওয়ান ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজউল্লাহ ফয়েজ সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নেজু পাটারী সহ ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ঈশাকুর রহমান জাফর হাওলাদার, ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহে আলম, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম, সংরক্ষিত ১, ২, ৩ ইউপি মেম্বার রানু বেগম, এবং যুবদল , ছাত্রদল, শ্রমীকদল,ও কৃষক দলের অনেকে।
এ যোগদানের বিষয়ে উপজেলা বিএনপির বর্তমান সাধারন সম্পাদক নজরুল কাদের মার্শাল হিমু বলেন , কে কোন পদে পূর্বে ছিল তা আমার জানা নেই। আর কিছু সুবিধাবাদী লোক আছে যারা শুধু দল বদলায়। কোনো দিন বিএনপি ক্ষমতায় আসলে এরাই দাবী করবে আমরা বড় বিএনপি। আ’লীগে যোগ দিছিলাম চাপে পইরা।