মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে দৃষ্টিনন্দন তেতুলিয়া রিভার ইকো পার্ক।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে দৃষ্টিনন্দন তেতুলিয়া রিভার ইকো পার্ক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন ‘তেতুলিয়া রিভার ইকো পার্ক’টি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা থেকে প্রায় ০৭ (সাত) কিলোমিটার পশ্চিমে সিকদারের চর মৌজায় তেতুলিয়া নদীর তটরেখায় অবস্থিত। এর আয়তন প্রায় ২.৫০ বর্গকিলোমিটার। ইতোপূর্বে জায়গাটি পরিত্যক্ত জঙ্গল অবস্থায় ছিল। তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিচালনার সময়ে স্থানটি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। অক্টোবর ২০১৬ এর মাঝামাঝি সময়ে এখানে “তেতুলিয়া রিভার ইকো পার্ক” স্থাপনের কার্যক্রম শুরু করা হয় এবং ১৫ ডিসম্বের ২০১৬ তারিখে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল আনুষ্ঠানিকভাবে পার্কের উদ্বোধন করেন। এরপর থেকে সকলের জন্য পার্কটিকে উন্মুক্ত করে দেয়া হয়। অবসর সময় কাটান ও চিত্তবিনোদনের জন্য পূর্বে কোলাহলহীন-দৃষ্টিনন্দন কোনো স্থান বা সুযোগ এই উপজেলায় ছিল না। ফলে স্থানীয়দের সম্পৃক্ত করে উক্ত পরিত্যাক্ত জঙ্গল বেষ্টিত বেরিবাঁধটিকে ব্যবহারোপযোগি করার জন্য উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং কার্যক্রম শুরু করেন। উল্লেখ্য, উক্ত জায়গাটির স্বল্প দূরত্বে বোরহানউদ্দিন উপজেলার “শাহবাজপুর গ্যাসফিল্ড” ও “২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট” অবস্থিত। পশ্চিমে রয়েছে বিস্তির্ণ জুড়ে থাকা তেতুলিয়া নদী। বর্তমানে তেতুলিয়া নদীতে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। সার্বিক অবস্থা বিবেচনা করে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ (ঊপড়-ইরড়ফরাবৎংরঃু) বজায় রেখে উক্ত এলাকায় ইকো পার্ক গড়ে তোলার লক্ষ্যে স্বউদ্যোগে প্রাথমিক পর্যায়ে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে পার্কটির উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এখানে পূর্ব থেকে থাকা গাছ-পালা, পরিযায়ী পাখি, দেশীয় প্রজাতির পাখ-পাখালি ও বিভিন্ন প্রজাতির সাপ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। এখানে আগত অতিথিদের জন্য সুপেয় পানির নিমিত্ত একটি গভীর নলকূপ ও পাকা লেট্রিন তৈরি করা হয়েছে। একাধিক গোলঘর ও সেতু স্থাপন করা হয়েছে। বসার জন্য বেঞ্চি তৈরী করা হয়েছে। পার্কটির উন্নয়ন কার্যক্রম চলমান। ইতোমধ্যে ইকো পার্কটিতে শিশুদের জন্য শিশু পার্ক স্থাপন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শন করে এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। বিনোদন ছাড়াও শিক্ষনীয় নানান ধরনের উপকরণ থাকায় এর প্রভাব সুদূর প্রসারী বলে পরিলক্ষিত হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্্দূস বলেন, বাংলাদেশের মধ্যে বোরহানউদ্দিন উপজেলাকে শ্রেষ্ট উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।