শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ডিএনসিসি উপনির্বাচন, রাতেই চূড়ান্ত হচ্ছে বিএনপি’র মেয়র প্রার্থী।। লালমোহন বিডিনিউজ
ডিএনসিসি উপনির্বাচন, রাতেই চূড়ান্ত হচ্ছে বিএনপি’র মেয়র প্রার্থী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঠিক করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান। এর আগে বিএনপি নেতৃত্বাধীন এক সভায় সিদ্ধান্ত হয় বিএনপি চেয়ারপারসন যে সিদ্ধান্ত নেবে সবাই তা মেনে নেবে।
তবে জামায়াত তাদের মহানগীরর আমির সেলিম উদ্দিনকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি গণসংযোগও শুরু করেছেন।