মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভূয়া নথি বানিয়ে বেগম খালেদা জিয়াকে সপ্তাহে দুদিন আদালতে হাজির করানো হচ্ছে-রিজভী।। লালমোহন বিডিনিউজ
ভূয়া নথি বানিয়ে বেগম খালেদা জিয়াকে সপ্তাহে দুদিন আদালতে হাজির করানো হচ্ছে-রিজভী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : মিথ্যা বানোয়াট ও ভূয়া নথি বানিয়ে বেগম খালেদা জিয়াকে সপ্তাহে দুদিন আদালতে হাজির করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের একজন অভিন্ন প্রার্থী হবে। এ নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি করা হবে, সব বাদ। এর বাইরে আর কোন কথা নেই।
তিনি বলেন, ‘আমরা সবাই একত্রে লড়াই করে শেখ হাসিনার সিংহাসন ধূলায় লুটিয়ে দিব’। মিথ্যা বানোয়াট ও ভূয়া নথি বানিয়ে বেগম খালেদা জিয়াকে সপ্তাহে দুদিন আদালতে হাজির করানো হচ্ছে বলে জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট কথা না বলার আহ্বান জানান।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘মিথ্যাচার করে কেউ ইতিহাসে টিকে থাকেনি। থাকতে পারবে না। জঙ্গিবাদ নিয়ে বিএনপিকে অপবাদ দেয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে সরকারি দল জড়িত থাকতে পারে’।
বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।