সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি/সমমান পরীক্ষার তিনদিন আগে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
এসএসসি/সমমান পরীক্ষার তিনদিন আগে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : এসএসসি ও সমমান পরীক্ষার তিন দিন আগে থেকে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং সভায় এ নির্দেশ দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভায় বলা হয়, পরীক্ষা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন দেশে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয় সভায়।
সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে স্ব স্ব আসনে বসতে হবে। এক্ষেত্রে কোন ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।
কোন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিস্কার করা হবে। সভায় বলা হয়, পরীক্ষাকেন্দ্রে কেউ স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।