শনিবার, ৩০ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিএনপির যুগ্ন সম্পাদক টুমেন গ্রেফতার
ভোলায় বিএনপির যুগ্ন সম্পাদক টুমেন গ্রেফতার
ভোলা সংবাদদাতা : ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ টুমেনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উকিলপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফাতর করা হয় । সকালে আদালতে উঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে । প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ডিবি পুলিশের একটি টিম কালিনাথ রায় বাজার এলাকায় বিএনপির অফিস ঘেরাও করে অভিযান চালায়। এসময় বিএনপির অফিসের পিছনে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেনের বাড়ির উঠানে বসে বৈঠক চলাকালে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ টুমনে, বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সম্পাদক মাজাহার উদ্দিনসহ বিএনপি ও ছাত্রদলের ১ নেতাকর্মীকে আটক করে পুলিশের গাড়িতে তুলে। এসময় সাংবাদিকদের ছবি তুলতে পুলিশ নিষেধ করেন। ওই সময় ডিবির ওসি হারুন অর রশিদ বলেন,আটককৃতদের মধ্যে যুবদল নেতা নূর নবী সরদারকে আটক করে বাকিদের নামে কোন মামলা না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনার ৫ ঘন্টা পর রাত ২ টার দিকে ফের ভোলা থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে উকিল পাড়া বাসা থেকে বিএনপি নেতা হারুন অর রশিদ টুমেনকে গ্রেফতার করে। এব্যাপারে ভোলা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, রাত ৯ টায় বিএনপির নেতাকর্মীদের আটকের সময় তাৎক্ষনিক ভোলা থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তারা কোন মামলালার আসামী করা হয় তা বলতে না পাড়ায় রাতে দ্বিতীয় দফায় ট্রমেনকে গ্রেফতার করা হয়েছে। ভোলা থানার এস আই আবু সাইদ বলেন, ট্রুমেনকে ইলিশা বাস স্টান্ড এলাকায় গাড়ি পোড়ানো মামলায় অজ্ঞাত আসামী দেখিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। মামলা নং ১৮।