রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা গণতন্ত্রের শত্রুপক্ষ, আইয়ুব খান ও ইয়াহিয়ার পথেই হাঁটছেন তিনি- রিজভী
শেখ হাসিনা গণতন্ত্রের শত্রুপক্ষ, আইয়ুব খান ও ইয়াহিয়ার পথেই হাঁটছেন তিনি- রিজভী
লালমোহন বিডিনিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইয়ুব খান ও ইয়াহিয়ার পথেই হাঁটছেন শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের শত্রুপক্ষ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নামক একটি সংগঠন এ প্রতিবাদ সভার আয়োজন করে।
রিজভী বলেন, এই সেই আওয়ামী লীগ যারা বাকশালের খাচায় বন্দি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তাদের নবজন্ম দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভাপতি হতে পেরেছেন। অথচ তাদের মধ্যে বিন্দু পরিমান কৃতজ্ঞতা বোধ নেই।
আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলার সভাপাতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাদা দলের সভাপতি কৃষিবিদ রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।