রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ৭৫’র পর জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশ চালাতো- প্রধানমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
৭৫’র পর জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশ চালাতো- প্রধানমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ৭৫’র ১৫ আগস্টের পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশ চালাতেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫’র পর জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশ চালাতো। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে মানুষের ওপর নির্যাতন করেছে। রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। তারা মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি। তাদের কাজই ছিল দুর্নীতি-লুটপাট করা।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করেছে। দেশের অর্থনীতিকে মজবুত ও শক্তিশালী করেছে। বিশ্ব সভায় দেশের মর্যাদা বেড়েছে।