শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কে হবেন নতুন রাষ্ট্রপতি, কে হবেন প্রধান বিচারপতি? ।। লালমোহন বিডিনিউজ
কে হবেন নতুন রাষ্ট্রপতি, কে হবেন প্রধান বিচারপতি? ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : উদ্বেগ উৎকন্ঠার শেষ নেই। তৃষিত মানুষের মধ্যে প্রশ্ন আর প্রশ্ন , কৌতুহল আর কৌতুহল।
প্রধান বিচারপতি এসকে সিনহা ঘটনাবহুল বিদায়ী বছরে ঝড় তুলে আলোচনা সমালোচনার জন্ম দিয়ে বিদায় নিলেও এখনও প্রধান বিচারপতি নিয়োগ হয়নি। সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন বেশিদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাখার সুযোগ নেই।
নতুন বছরে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আলোচনায় রয়েছেন। তিনি হবেন নাকি অন্যকেউ এনিয়েও আদালত পাড়ায় গুঞ্জন রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সকল বির্তকের উর্ধ্বে থেকে, সাংবিধানিকভাবে জনপ্রিয়তা নিয়েই তার মেয়াদের পাঁচটি বছর অতিক্রম করছেন। নতুন বছরে জাতীয় নির্বাচনের আগেই তার মেয়াদ শেষ হচ্ছে। নতুন রাষ্ট্রপতি কে হবেন এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন মেয়াদে আরেক দফা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নাকি অন্য কাউকে সরকারি দল নির্বাচিত করবে তা নিয়ে রয়েছে সবার কৌতুহল। প্রশ্ন উঠছে অনেক উত্তর পাচ্ছেন না কেউ।