বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের ৩ ইউপিতে নৌকা প্রতিককে বেসরকারী ভাবে বিজয় ঘোষনা, বিএনপির প্রার্থীদের ভোট বর্জন।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের ৩ ইউপিতে নৌকা প্রতিককে বেসরকারী ভাবে বিজয় ঘোষনা, বিএনপির প্রার্থীদের ভোট বর্জন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে তিন ইউপি নির্বাচনে জিন্নাগড়ে ইউপিতে মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউপিতে জামাল উদ্দিন ও নীল কমল ইউপিতে আলগীর হোসেন আ’লীগ মনোনিত(নৌকা প্রতিককে বেসরকারী ভাবে বিজয় ঘোষনা করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানান।
এদিকে তিন ইউপি নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতিকে সিল মারাসহ নানা অভিযোগ এনে বিএনপি প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নীল কমল ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী নওরোজ বাবুল তিন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। বাকি প্রার্থীরা হলেন- আমিনাবাদ ইউনিয়নের প্রভাষক গোলাম আকতার মঈন ও জিন্নাগর ইউনিয়নের এমরান ভূঁইয়া।
সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে কিছু কিছু কেন্দ্রে মেম্বর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সীমানা বিরোধের জের ধরে দীর্ঘদিন এ তিনটি ইউনিয়নের ভোট বন্ধ ছিল।
এদিকে তিন ইউপি নির্বাচনে আ’লীগ মনোনিত(নৌকা প্রতিক) প্রার্থীরা বিজয় হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।