বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তৈলবাহী পিকআপের ধাক্কায় স্কুল ছাত্র নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে তৈলবাহী পিকআপের ধাক্কায় স্কুল ছাত্র নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে তৈলবাহী পিকআপের ধাক্কায় হাসনাইন (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় উপজেলার গজারিয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত হাসনাইন গজারিয়া এলাকার ছিদ্দিক মেলেটারি বাড়ির জামালের ছেলে। নিহতের চাচা আব্দুল গনি জানান, বুধবার বিকালের দিকে হাসনাইন রাস্তার পাশ দিয়ে হাটার সময় পেছন থেকে গজারিয়ার আজম আলীর পিকআপ এসে ধাক্কা দেয়। এঘটনায় হাসনাইন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে লালমোহন থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বলেন, ঘটনাস্থলে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ওসি স্যার ভোলায় রয়েছেন। তিনি আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।