বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শেখ হাসিনার বাণী
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শেখ হাসিনার বাণী
লালমোহন বিডি নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী শান্তিরক্ষায় জাতিসংঘ কার্যক্রমের প্রতি সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বের অস্থিতিশীল ও সংঘাতময় এলাকায় শান্তি স্থাপনে বাংলাদেশ আজ এক আস্থার প্রতীক। এ মহতী ধারা অব্যাহত রাখতে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হয়ে সশস্ত্রবাহিনী ও পুলিশের সদস্যগণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন- এটাই আমার প্রত্যাশা।’
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে। ২০০৩ সাল থেকে প্রতিবছরের ২৯ মে এ দিবসটি পালন করা হয়। এ দিন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে অংশগ্রহণকারী সব পুরুষ-নারীকে শান্তি রক্ষার লক্ষ্যে সর্বোৎকৃষ্ট পেশাদারি মনোভাব বজায়, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আত্মত্যাগের ঘটনাকে গভীর কৃতজ্ঞতা ও যথোচিত সম্মানপূর্বক স্মরণ করা হয়।
বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন সংঘাতময় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও পুলিশের সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুরু থেকেই বাংলাদেশি শান্তিরক্ষীরা সর্বোচ্চ পেশাদারি মনোভাব, আনুগত্য ও সাহসিকতার সাথে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।’
এ কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা অর্জনের মাধ্যমে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে; যা অত্যন্ত আনন্দ ও গর্বের।’দিবসটি উপলক্ষে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে বিশ্ব শান্তিরক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০১৫’ উদযাপনের সার্বিক সাফল্য কামনা করেন।