শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রোববার মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া।। লালমোহন বিডিনিউজ
রোববার মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আগামীকাল রোববার মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করছে।
সকাল থেকে সমাবেশ শুরু হলেও সমাবেশের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন দুপুর ২টায়।
পরবর্তীতে তিনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের একথা জানিয়েছেন।
এদিকে আজ (শনিবার) সন্ধ্যায় বড়দিন উপলক্ষে খৃষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।