
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রংপুর সিটি নির্বাচনে হাতপাখা পেয়েছে ২৪,০০৬ ভোট ।। লালমোহন বিডিনিউজ
রংপুর সিটি নির্বাচনে হাতপাখা পেয়েছে ২৪,০০৬ ভোট ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,রংপুর : বিপুল ভোটে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটের মধ্যে ২ লাখ ৯২ হাজার ৭২৩ জন ভোটাধীকার প্রয়োগ করেছেন। যা শতকরা হিসেবে ৭৪.৩০ শতাংশ।
এবারের নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তিনি পেয়েছেন ৬২৪০০ ভোট। অপর দিকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫১৩৬ ভোট।
এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদের এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর শায়েখ চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এটিএম গোলাম মোস্তোফা বাবু হাতপাখা মার্কায় পেয়েছে ২৪ হাজার ৬ ভোট।