শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বাড়ি ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার। । লালমোহন বিডিনিউজ
নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বাড়ি ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার। । লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বাড়ি ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরেন। আজ শুক্রবার সকালে সিজারের ছোট বোন তামান্না তাসনিম নিজের ফেসবুক সকালে ভাইয়ের বাড়ি ফেরার খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহতা’লার অশেষ রহমতে গতকাল দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে।’
বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে রাজধানীর বিমানবন্দর এলাকায় নামিয়ে দিয়ে যায়। সেখান থেকে একটি সিএনজি করে বাসায় পৌঁছান তিনি। তামান্না আরো জানিয়েছেন, তার ভাই এখন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন।
তার কাছে কোন কিছু তারা জানতে চান নি। তিনি বিশ্রাম করছেন।
গত ৭ই নভেম্বর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী এই অধ্যাপককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে ওই দিন তিনি আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে বের হওয়ার পর নিখোঁজ হন।