বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা।।লালমোহন বিডিনিউজ
দৌলতখানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা : ভোলার দৌলতখানে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকের সভাপতিত্বে ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট মো: আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, মেডিকেল অফিসার ডা. মনিরুল হাসান, ডা. এমদাদুল হক, স্বনির্ভর সূর্যের হাসি ক্লিনিক প্রতিনিধি খালেদুজ্জামান পলু, কারিতাস প্রতিনিধি ওবায়দুর রহমান, নিউট্রেশন অফিসার মোঃ মুকবুল হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলার ২২৮ টি কেন্দ্রে ৬ থেকে ১২ মাস বয়সের সাড়ে ৩ হাজার ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২১ হাজার ২২৫ জন শিশুকে ২৩ ডিসেম্বর একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওই কর্মসূচীকে সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণকে অবহিতকরণের জন্য এ সভার আয়োজন করা হয়।