বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা পৌরসভায় স্থাপন করা হচ্ছে ৩৬০টি সিসি ক্যামেরা ।। লালমোহন বিডিনিউজ
ভোলা পৌরসভায় স্থাপন করা হচ্ছে ৩৬০টি সিসি ক্যামেরা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা : ভোলা পৌরসভার গুরুত্বপুর্ন বিভিন্ন পয়েন্টে ৩৬০টি আইপি সিস্টেম সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পৌরসভার উদ্যেগে সারে ৩ কোটি টাকা ব্যায়ে চলতি অর্থবছরের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন’র কাজ শুরু করা হবে। একইসাথে ১ হাজার পয়েন্টে ১ হাজার স্পিকার (মাইক) লাগানো হবে। পৌর মেয়র মো: মনিরুজ্জামান মনির এ তথ্য জানান। মেয়র জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে তারই ধারাবাহিকতায় ভোলা পৌরসভাকে স্পার্ক সিটি হিসাবে গোড়ে তোলার উদ্যেগ নেয়া হয়েছে। ফলে শহরে ৩৬০টি পয়েন্টে সিসি ক্যামেরা ও ১ হাজার স্থানে মাইক’র আওতায় আনা হবে। এতে করে শহরে ইভটিজিং, মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রন করা সম্ভব হবে। মেয়র মনির আরো বলেন, ১ হাজার মাইক স্থাপনের মাধ্যমে পৌর কতৃপক্ষ তাদের গুরুত্বপুর্ন বিভিন্ন ম্যাসেজ জনসাধারনের কাছে পৌঁছে দিতে পারবে। যেমন পৌর এলাকার কোন নাগরীকের মৃত্যুর খবর, রোজার মাসে সেহেরী ও ইফতারের সময় মাইকিং হবে। সিসি ক্যামেরায় যদি কোন কিছু ধরা পরে এসব মাইকে তাৎক্ষনিক ঘোষনা করা হবে। সিসি ক্যামেরার মূল নিয়ন্ত্রন পৌর কতৃপক্ষের কাছে থাকবে বলে মেয়র জানান। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু বলেন, শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, কালীবাড়ি মোর, উকিল পাড়া, যুগির খোল, নতুন বাজার, কালীনাথ রায়ের বাজারসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক ও স্থানে সিসি ক্যামেরা ও মাইক স্থাপন করা হবে। অত্যাধুনিক এসব ক্যামেরার সাথে নাইট ভিশন ক্যামেরা সংযুক্ত থাকবে। ফলে রাতেও কেউ কোন অপরাধ করলে পার পাবেনা। পৌরসভা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সূপারের কার্যালয় ও সদর থানায় সিসি ক্যামেরার ৩টি বুথ থাকবে। জেলা পুলিশ সূপার মো: মোকতার হোসেন বলেন, সিসি ক্যামেরা স্থাপন হলে শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন পুলিশের পক্ষে অনেক সহজ হবে। যে কোন অপরাধ সহজেই সনাক্ত করা যাবে। ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবনতাও অনেকটা কমে যাবে বলে পুলিশ সূপার মনে করেন। এদিকে পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ভোলা নাগরীক কমিটির সভাপতি এম এ তাহের বলেন, সিসি ক্যামেরার আওতায় পৌর শহরকে আনা হলে শহরে অনেকটাই সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করা যাবে। জেলা শহরে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে থাকে তবে তার প্রভাব সমগ্র জেলায় পরে। তাই এমন উদ্যেগের জন্য মেয়রকে ধন্যবাদ জানান তিনি।