বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নোটিশ প্রত্যাহার করুন, অন্যথায় পাল্টা ব্যবস্থা- খালেদার উকিল নোটিশের জবাবে আওয়ামী লীগ
নোটিশ প্রত্যাহার করুন, অন্যথায় পাল্টা ব্যবস্থা- খালেদার উকিল নোটিশের জবাবে আওয়ামী লীগ
লালমোহন বিডিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। অন্যথায় পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশানা সম্পাদক হাছান মাহমুদ।
আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে পাঠানো আইনি নোটিশ অবিলম্বে প্রত্যাহার করুন। অন্যথায় পাল্টা ব্যবস্থা নেয়া হবে। আইনি নোটিশ আইনীভাবে মোকাবিলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রচার ও প্রকাশানা সম্পাদক বলেন, বিএনপি তথা খালেদা জিয়া ও তার দুই ছেলের দুর্নীতির কথা সবাই জানেন। বিশ্বব্যাপি এ বিষয়টি অজানা কিছুই নয়। তাই এখন শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন তারা।
এর আগে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তিরিশ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়।
আজ বুধবার সকালে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের পক্ষে উকিল নোটিশটি ইস্যু করেছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।