
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বৈঠক ।। লালমোহন বিডিনিউজ
সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বৈঠক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল সোনারগাঁয় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে চেয়ারপারসনের নেতৃত্বে এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাত পৌনে ৯টায় ঢাকায় পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম।