সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রংপুর যাওয়ার সময় একই বিমানে এরশাদ-ফখরুল ।। লালমোহন বিডিনিউজ
রংপুর যাওয়ার সময় একই বিমানে এরশাদ-ফখরুল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রংপুরে প্রচারণা চালাতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ইউএস বাংলার একই ফ্লাইটে তারা রওনা করেন। বিমানে ওঠার পর একে অপরের সঙ্গে দেখা হয় তাদের। এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন। বিএনপি মহাসচিব ফখরুলকে দেখে এগিয়ে যান এরশাদ। ফখরুল সালাম দিয়ে করমর্দন করেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে রয়েছেন।
রংপুরে বিএনপির নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে যোগ দেবেন মির্জা ফখরুল। ওদিকে, জাতীয় পার্টির নির্বাচনী শিবির চাঙ্গা করতে রংপুর যাচ্ছেন দলটির চেয়ারম্যান এরশাদ।