
রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিমউদ্দিন, দিদার মাঝি, হাকিমউদ্দিন, মির্জাকালু মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। গতকাল রবিবার তজিমুদ্দিন কোস্ট গার্ডের সি.পি.ও. অফিসার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয়ফোর্স নিয়ে মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জালে ঝাটকা ইলিশ শিকার করার সময় অভিযান চালিয়ে এ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। উদ্ধারকৃত কারেন্ট জাল তজিমুদ্দিন মৎস্য অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। ভোলা কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেনেন্ট দেবায়ন চক্রবর্তী জানান, নিয়মিত অভিযানে মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।