বুধবার, ২৭ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫ জনের ছোট ছোট দলে পর্যায়ক্রমে ভোটকেন্দ্রে প্রবেশের সিদ্ধান্ত
সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫ জনের ছোট ছোট দলে পর্যায়ক্রমে ভোটকেন্দ্রে প্রবেশের সিদ্ধান্ত
লালমোহন বিডি নিউজ ডেস্ক : মাগুরা নির্বাচন থেকে শুরু করে আগামীতে সকল নির্বাচনে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫ জনের ছোট ছোট দলে পর্যায়ক্রমে ভোটকেন্দ্রে প্রবেশের সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার মাগুরা-১ আসনের উপনির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠকে প্রথম সাংবাদিকদের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হলেও মঙ্গলবার ইসির এক বৈঠকে আবারো এ বিষয়ে আলোচনা হয় । এতে সকল নির্বাচন কমিশনার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক।
তিনি বলেন, এখনো এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আগামী বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
তিনি আরো বলেন, নির্বাচনী কাজে যুক্ত নন এর রকম কত জন ব্যক্তি একই সাথে ভোট কেন্দ্রে যেতে পারবেন। এ বিষয়ে একটা নীতিমালা হওয়া প্রয়োজন।
বৈঠকে বৃটেনের নির্বাচনের উদাহারণ দিয়ে মোহাম্মাদ আবু হাফিজ বলেন, ‘বৃটেনে সাংবাদিকসহ অন্যান্য পর্যবেক্ষকগণ নিরাপদ দুরত্বে থেকে নির্বাচনী কাযক্রম পর্যবেক্ষণ করে থাকেন। আমাদের এখানেও নিরাপদ দুরত্বে অবস্থান সাপেক্ষে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।’
তিনি বলেন ,এক সঙ্গে একাধিক সাংবাদিক প্রবেশ করলে ভোট গ্রহন বিঘ্নিত হতে পারে এ কারণে ৫/৬ জনের একটি দল করে পর্যায়ক্রমে কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিতে হবে। একটি দল পরিদর্শন শেষ করে বের হলে, আরেকটি দলকে প্রবেশ করার অনুমতি দেয়া যেতে পারে।