শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হলো মাদ্রাসা ছাত্রীর।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হলো মাদ্রাসা ছাত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি:চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউএনও হস্তক্ষেপে ফাহিমা(১৪) নামের এক মাদ্রসা ছাত্রী নিজের বাল্য বিয়ে ঠেকালো। গত কাল শুক্রবার দুপুরে বিয়ের দিনক্ষণ ধার্য ছিল বিষয়টি জানতে পেরে ফাহিমা মাদ্রাসা সুপার মাওলানা মো.সামসুদ্দিন’র সহায়তা বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদনসহ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়।
ফাহিমা চরফ্যাসন উপজেলার দক্ষিণ মাদ্রাজ এ রব হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার জেডিসি’র ফল প্রত্যাশি এবং শশীভূষন থানান হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুর রব এর মেয়ে। শুক্রবার দুপুরে বিয়ের দিন ধার্য্য থাকলেও ফাহিমার প্রতিবাদের কারণে ইউএনও হস্তক্ষেপে ভেস্তে গেছে বাল্য বিয়ে ।
বৃহম্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন এবং সমাজ সেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস থানা পুলিশসহ কনের বাড়ি গিয়ে বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ছাত্রীর আবেদনের ভিত্তিতে তাদের বাড়ি গিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে পরিবারের সাথে আলোচনা করলে ছাত্রীর মা তাছনুর বেগম মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুছলেকা দিয়েছেন।