শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » না ফেরার দেশে মহিউদ্দন চৌধুরী, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ।। লালমোহন বিডিনিউজ
না ফেরার দেশে মহিউদ্দন চৌধুরী, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।
শুক্রবার বাদ জুমা তার কপিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে চট্টগ্রাম মহানগরী, জেলা ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহিউদ্দিন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন শেষে তার বাবার লাশ নগরীর দলীয় কার্যালয় থেকে লালদিঘী ময়দানে নেয়া হবে। বিকালে লালদীঘি ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে। পরে চশমা হিলের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দুপুরের পর মহিউদ্দিন চৌধুরীর মরদেহ দলীয় কার্যালয়ের সামনে নেয়া হয়।
এর আগে আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবিএম মহিউদ্দিন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এর আগে গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এখানে ভোর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।