শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শীতার্থদের পাশে সেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিল!।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শীতার্থদের পাশে সেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিল!।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন লালমোহন :লালমোহনে সেচ্ছাসেবী সংগঠন (শঙ্খচিল) এর সহায়তায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার গজারিয়ায় সংগঠনটি ১০০ জন অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় শঙ্খচিল এর সাধারণ সম্পাদক ইয়ামিন নাজির এর সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী হেলাল, তজুমদ্দিন উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সুমন বেপারী, ডাঃ আজাহার উদ্দিন কলেজের প্রভাষক লিটন পাল সহ কার্যনির্বাহী কমিটির নের্তৃবৃন্দসহ সকল সদস্য বৃন্দ।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আমি শঙ্খচিল এর র্দীঘায়ু কামনা করছি। একই সাথে আগামী দিনেও আমি আশা করি সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাবে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেখানে বাল্য বিয়ে ও ইভটেজিং এর ঘটনা ঘটবে সেখানেই তোমরা প্রতিরোধ গড়ে তুলবে। তোমাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।