শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মেম্বার প্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ভাংচুর- আহত ৩৩।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে মেম্বার প্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ভাংচুর- আহত ৩৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি:ভোলার চরফ্যাশনের জিন্নগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারন মেম্বার প্রার্থী জামাল মোল্লার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা। হামলাকারীরা ওই বাড়ির নারী শিশু সহ ৩৩ জনকে পিটিয়ে আহত করেছে। এদের মধ্যে গুরুতর ৮ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ক্যাডারদের অব্যাহত হুমকিতে নিরাপত্তা হীনতায় রয়েছে প্রার্থী জামাল মোল্লা সহ তার পরিবার ও সমর্থকরা । এই হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরজা করছে।
জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল মোল্লা (ফুটবল প্রতীক) জানান, বুধবার রাতে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আ. মান্নান হাওলাদার ( টিউবওয়েল প্রতীক) তার ভগ্নিপতি দুলাল মোল্লাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। দুলাল মোল্লা ওইসময় গণসংযোগ শেষে মোটার সাইকেল যোগে বাড়ি ফিলছিল। পথিমথ্যে মান্নান হাওলাদার ও তার সমর্থক আবু তাহের লোকজন তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উভয় মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মান্নান হাওলাদেরের নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে জামাল মোল্লার বাড়িতে হামলা চালিয়ে সুজন মোল্লা ও কাশেম মোল্লার ঘর ভাংচুর করে এবং লুটপাট চালায়। ওই সময় জামাল মোল্লা নিজ বাড়ির উঠানে নির্বাচনী বৈঠক করছিল। হামলাকারীরা ওই বৈঠকে সমবেত লোকজনকে এলোপাথারী মারধর এবং ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা এলোপাথারি পিটিয়ে বাড়ির নারী শিশুসহ ৩৩ জনকে আহত করে। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুলাল মোল্লা, ইলিয়াছ, সিরাজ মোল্লা, ঝুমুর, জোছনা বেগম, হালেমা খাতুন, ছাবেদা ও নুরজাহান সহ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এলাকায় আতংক বিরাজ করছে। জামাল মোল্লা অভিযোগ করেন, তার জনপ্রিয়তা আতংকিত হয়ে প্রতিপক্ষ তাকে নির্বাচন থেকে দূর রাখতে নানা ষড়যন্ত্র করছে। প্রচার- প্রচারণায় বাঁধা, হুমকি ধামকির পর এখন বাড়িতে হামলা করে আতংক ছড়িয়ে ভোটারদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখার অপকৌশল নিয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, হামলার খবর তিনি মৌখিকভাবে শুনে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। তবে লিখিত কোন অভিযোগ পান নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানিয়েছেন, মান্নান হাওলাদার গ্রুপ জামাল মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে। বেশ কয়েকজন আহত ও যখম হয়েছে। তাদের মামলা দিতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত (বিকাল সাড়ে ৩টা) ক্ষতিগ্রস্থরা কোন অভিযোগ দাখিল করেন নি।