বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | মনপুরা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে সহকারী পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করলেন উপমন্ত্রী জ্যাকব ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে সহকারী পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করলেন উপমন্ত্রী জ্যাকব ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) ভোলা কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১২ডিসেম্বর) বিকেলে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আদালত পাড়ার দ্বীপকুঞ্জ ভবনে (অস্থায়ী কার্যালয়) এই কার্যালয়ের কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা পুলিশ সুপার মো.মোক্তার হোসেন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের বিপিএ ডিআইজি মো. শফিকুল ইসলাম, চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমীনুল ইসলাম, চরফ্যাসন সার্কেলে যোগদানকারী প্রথম সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমূখ।
পরে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) কার্যালয়ের জন্য বরাদ্দকৃত নতুন গাড়ির চাবি সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মো. মিজানুর রহমানের হাতে তুলে দেন।