বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সিঁধ কেটে দুর্ধর্ষ ঘর চুরি।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সিঁধ কেটে দুর্ধর্ষ ঘর চুরি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: লালমোহনে সিঁধ কেটে দুর্ধর্ষ ঘর চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের ৬নং ওয়ার্ডের মোতাগ রাস্তার মাথায় সুতাওয়ালাগ বাড়িতে ১২ ডিমেম্বর মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মোতাগ রাস্তার মাথার সুতাওয়ালা বাড়ির আঃ হকের ছেলে প্রবাসী রাজ্জাকের ঘরের লোকজন প্রতিদিনের মত রাতের বেলা ঘুমিয়ে পড়ে। গভির রাতে একদল দুর্ধর্ষ চোর সিঁধ কেটে ঘরে ঢুকে স্বর্নালংকারসহ নগদ টাকা দামি মালামাল কাপড় ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়। চোর চক্র এর কয়েক মমাস আগে উক্ত ঘরে নেশাাজাতীয় দ্রব্য খাওয়াইয়ে চুরির ঘটনা ঘটায় এবং আরো তিনবার এ ঘর চুরি করে বলে অভিযোগ করেন গৃহমালিক। এদিকে একই রাতে একই এলাকার মালি বাড়িতে ও আলমগিরের নতুন বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসি জানায়। এ ঘটনায় এলাবাসির মধ্যে আতংক বিরাজ করছে। চোর চক্র দমনে এলাকবাসি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।