বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজশাহী বিএনপির বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড ।। লালমোহন বিডিনিউজ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজশাহী বিএনপির বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রাজশাহী : পুলিশি বাধায় রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর মালোপাড়া ভূবন মোহন পার্ক সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপি’র সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হতেই পুলিশ তাতে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনেই সমাবেশ করে।