মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মিথ্যে মামলা দিয়ে নৈশ প্রহরীর জমি দখলের চেষ্টা ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মিথ্যে মামলা দিয়ে নৈশ প্রহরীর জমি দখলের চেষ্টা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌরসভা অফিসের নৈশ প্রহরী ৯নং ওয়ার্ডের মোঃ মোখলেছুর রহমান ও তার পরিবারকে নিজ বাড়ি থেকে উৎক্ষাতের চেষ্টায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে জোরপূর্বক জমির ধান কাটার পায়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌর ৮নং ওয়ার্ডের, মোঃ আব্দুল লতিফ খা, মোঃ আব্দুর রশিদ খা ও মোফাজ্জল হক পাটোয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ করেন নৈশ প্রহরী মোখলেছুর রহমান।
পৌর ০৯ নং ওয়র্ডের মোঃ মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, পৌর ৯নং ওয়ার্ডে দীর্ঘ ৪০ বৎসর যাবত বসবাসরত আমার বাড়ী যাহা চরগাজীপুর মৌজা দাগ নং- ২২১ ।
২ একর ২৫ সতাংশ জমিতে দখল অবস্থায় আছি এবং আমার বিরুদ্ধে ভোলা বিজ্ঞ যুগ্ন জেলা জজ্জ ১ম আদালতে ডিগ্রীর দাবিতে ১৬৪ নং বিবাদী করে দেওয়ানী ২২/০৮ নং মামলা রুজু করেন। উক্ত মামলাটি ১৫/০৬/২০০৯ ইং তারিখে সোলে সুত্রে বিগত ০৮/ ১১/ ২০০৯ইং তারিখে রায় এবং ১৫/১১/২০০৯ ইং তারিখে ১ম যুগ্ন জেলা জজ্জ আদালতে আমার পক্ষে ডিগ্রী হয়। এবং এ্যাডভোকেট ওয়াহিদুর রহমানের কমিশন রিপোট দ্বারা ফাইনাল ডিগ্রী হয়। কিন্তু আমার প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে আমাকে আমার ভোগ দখলীয় জমি ও বাড়ীঘর থেকে উৎক্ষাতের চেষ্টায় লিপ্ত হয়ে গত ০৩/০৩/২০১৫ সালে বোরহানউদ্দিন থানায় হয়রানী মূলক ৬২/১৫ নং একটি মামলা দেয়। যাহা ১০/০১/১৭ ইং তারিখে ভোলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি মিথ্যা প্রমানিত হয়। বর্তমানে হয়রানী করার জন্য ভোলা জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে ১১জনকে আসামী করে আরো ৩টি মামলা দায়ের করেন, যাহার নং ৪৫/১৭, ৮২/১৭, ৮৭/১৭ এবং আমাকে হয়রানী করার জন্য আমার প্রতিপক্ষরা ভোলায় বিজ্ঞ বোরহানউদ্দিন সহকারী জজ্জ আদালতে আরো তিনটি মামলা দেয় যাহার নং- ২৯/১৭ , ৩০/১৭, ১৬/১৭। আমাকে আমার প্রতিপক্ষরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আমার জমির ধান কাটার পায়তারা করছে। আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলা ও প্রান নাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে বোরহানউদ্দিন পৌরসভার অফিস নৈশ প্রহরী মোঃ মোখলেছুর রহমান নিরুপায় হয়ে উদ্বতন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছেন। এ ঘটনায় অভিযুদের কাছে জানতে চাইলে কাউকে খুজে পাওয়া যায়নি।