মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর ভাস্কর্য-মঞ্চের প্রজেক্ট প্ল্যানের আবেদন খারিজ ।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর ভাস্কর্য-মঞ্চের প্রজেক্ট প্ল্যানের আবেদন খারিজ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থানে মঞ্চ পুনর্র্নিমাণ এবং বঙ্গবন্ধুর ভাষণরত আঙুল উঁচানো ভাস্কর্য নির্মাণের জন্য প্রকল্পের পরিকল্পনা (প্রজেক্ট প্ল্যান) চেয়ে করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি রুল শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেন, আগে রুল শুনানি হোক, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
আদালতে সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ।
এর আগে গত ২০ নভেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
রুলে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেই স্থানে মঞ্চ পুনর্র্নিমাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উঁচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না, তা জানতে চান আদালত।