সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের ছেলে মেয়েরা স্বাবলম্বী হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের ছেলে মেয়েরা স্বাবলম্বী হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : লালমোহন উপজেলাকে বেকারত্ব মুক্ত করনের পাশাপাশি শতভাগ ডিজিটাল হিসাবে গড়ে তোলার লক্ষ্যে লার্নিং এন্ড আর্নিং ফ্রি প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমরা নদীমাতৃক অঞ্চল দ্বীপ জেলার মানুষ। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে দ্বীপবাসীদের স্থল পথে যোগাযোগের সুযোগ এখনো হয়নি। আমরা এ দুরাবস্থা থেকে উত্তরনের জন্য সড়ক নির্মানের চেষ্টা করছি। ঘরে বসেই যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারে, আয় করতে পারে, সেজন্য আমি লার্নি এন্ড আর্নিং প্রশিক্ষন প্রোগ্রাম চালু করেছি। আমার ব্যক্তিগত উদ্যোগে ও সহযোগিতায় লালমোহনে ফ্রি কম্পিউটার শিখার সুযোগ সৃষ্টি করে দিয়েছি। এমপি শাওন বলেন, আমার ব্যক্তিগত সহযোিতার পাশাপাশি প্রশিক্ষনার্থীরা সরকারি সুযোগ সুবিধা পাবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হওয়া সম্ভব। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারে শিখতে হবে।
সোমবার বিকালে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী ফ্রি প্রশিক্ষন প্রোগ্রাম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে স্মার্ট ফোন দেয়া হয়। এর আগে ৪০ জনকে দেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫০ জন বেকার যুবক যুবতি এ প্রশিক্ষনে অংশ নেয়। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামসুল আরিফের সভাপতিত্বে লার্নিং এন্ড আর্নিং এর আলোকে আউট সোর্সিং ফ্রি প্রশিক্ষন প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীগের সহসভাপতি কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব জুলফিকার মিয়া,পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষন প্রশিক্ষক শুভরাজ অনুষ্ঠান সঞ্চালন করেন।