সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দুর্নীতি না করে আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি রংপুর মেয়র প্রার্থীদের ।। লালমোহন বিডিনউজ
দুর্নীতি না করে আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি রংপুর মেয়র প্রার্থীদের ।। লালমোহন বিডিনউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিজয়ী হলে এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং যানজট নিরসনসহ বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করে রংপুরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র প্রার্থীরা।
সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএনপির কাওছার জামান বাবলা, বাসদের আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা এবং এনপিপির সেলিম আখতার। তবে অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও স্বতন্ত্র প্রাত্রী আসিফ শাহরিয়ার ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন ভোটার ও সাধারণ নাগরিক তাদের মতামত তুলে ধরেন। এতে মেয়র প্রার্থীকে সৎ ও যোগ্য হওয়ার পাশাপাশি নগর উন্নয়নে কথায় নয় কাজে প্রমাণ করার দাবি জানান।
সুজনের প্রধান বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সব প্রার্থী হাতে হাত রেখে নির্বাচনের পরেও রংপুর নগরীর উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন। শেষে উপস্থিত নগরবাসীও সন্ত্রাস ও মাদক মুক্ত এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য হাত তুলে শপথ নেন।
প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ওই নির্বাচনে মেয়র পদে ৭ জন, ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৬৫ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদের ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ৩৩টি ওয়ার্ডের মোট ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি গোপন কক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।
এবার রংপুর সিটিতে ৩ লাখ ৯৪ হাজার ৪২১ ভোটার রয়েছেন। যা গত নির্বাচনের চেয়ে ৩৬ হাজার ভোটার বেশি। এরআগে ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন হয়েছিল। নির্দলীয় ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম নগর পিতা নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।