সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ঢাকার মেয়র পদে প্রার্থী দূরে থাক, রাজনীতিতেই ফিরছেন না সোহেল তাজ! লালমোহন বিডিনিউজ
ঢাকার মেয়র পদে প্রার্থী দূরে থাক, রাজনীতিতেই ফিরছেন না সোহেল তাজ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউ, ঢাকা : স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ঢাকা উত্তর সিটি মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন না। গত দুইদিন থেকে ফের তার নাম আলোচনায় এসেছিল।
রোববার তিনি আমেরিকায় চলে গেছেন। যাবার আগে স্বজনদের সঙ্গে আড্ডায় বলেছেন, মেয়র নির্বাচনে তিনি প্রার্থী হওয়া দূরে থাক রাজনীতিতেই আসছেন না। আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিতে চায়, হাইকমান্ড থেকে এমন প্রস্তাবও তাকে দেয়া হয়নি। তারপরেও দলের ভেতরে বাইরে তার নাম মেয়র প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় এসেছিল।
তার ঘনিষ্ট সূত্র বলছে, এসব কিছুই জল্পনা-কল্পনা মাত্র। যা সত্যের থেকে অনেক দূরে। সেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়ে সোহেল তাজ চলে গিয়েছিলেন তারপর আর সংসদ বা দলীয় রাজনীতিতে ফিরে আসেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভীষণ স্নেহ যেমন করেন, তেমনি সোহেল তাজও শ্রদ্ধা নিয়ে তার কাছে ছুটে যান। দলের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। সম্প্রতি তার নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিলেও বলেছেন, রাজনীতি নিয়ে কোনো আলোচনা নয়।