সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক শাহিন গ্রেফতার ।। লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক শাহিন গ্রেফতার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা সেচ্ছাসেবগলীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোস্তাক আহম্মেদ শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১২ টায় ভোলা পৌর শহরের সরকারী স্কুল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও সমলোচনার ঝড় বইছে।
মোস্তাক শাহিনের পরিবার অভিযোগ করেন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাক শাহিন রবিবার রাতে ঢাকা থেকে বাই পথে ভোলা আসলে পৌর শহরের সরকারী স্কুল এলাকা থেকে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর খাইরুল কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।