সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলায় টানা বর্ষনে ১২ হাজার হেক্টর রবিশস্য ক্ষতিগ্রস্ত।।লালমোহন বিডিনিউজ
ভোলায় টানা বর্ষনে ১২ হাজার হেক্টর রবিশস্য ক্ষতিগ্রস্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদীহান্নান : ভোলায় দুই দিনের টানা বর্ষনে ১২হাজার ৭৩০ হেক্টর রবিশস্যের ক্ষয়-ক্ষতির আশস্কা করা হচ্ছে। এসব ফসলের মধ্যে খেসারি ডাল,মসুর ডাল,সরিষা ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি।ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে ৯হাজার ৪৩৩ হেক্টর খেসারি, ২০৭ হেক্টর মসুর,১৩৮০ হেক্টর সরিষা,৭০০ হেক্টর আলু ও ১০০হাজার ১০ হেক্টর জমির সাক-সবজি রয়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পরেছেন। অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋন নিয়ে ফসল আবাদ করলেও তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। এতে আগ্রহ কমে গেছে কৃষকের। দু’একদিনের মধ্যে বৃস্টি কমে না গেলে এবং রোদ না উঠলে এ ক্ষতির সম্বাবনা আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন কৃষি অফিসের কর্মকর্তারা।১০ ডিসেম্বর কৃষি অফিসের প্রাথমিক ক্ষয়খতির তালিকায় এ তথ্য জানা গেছে। জেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে, জেলায় টানা বর্ষনে নিমজ্জিত হয়েছে ১২ হাজার ৭৩০ হক্টর জমির বিভিন্ন ধরনের ফসল। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে ভোলা দক্ষিণ লালমোহন উপজেলায় মোট ক্ষয়-ক্ষতির আশস্কা করা হচ্ছে ২ হাজার হেক্টর সরিষা,৪৩০ হেক্টর আলু ও ১৪০ হেক্টর জমির সবজি রয়েছে। চরফ্যাশন উপজেলায় রবিশস্যের ক্ষতি হয়েছে মোট ২ হাজার ৬৭১ হেক্টর জমি এর মধ্যে ২ হাজার ৬০হেক্টর জমির খেসারি, ৩৫হেক্টর জমির সরিষা, ২০হেক্টর জমির আলু ও ৫৬ হেক্টর জমির সবজি রয়েছে,মনপুরায় ২৭৫ হেক্টর জমির খেসারি, ২২ হেক্টর জমির মসুর আলু,২০হেক্টর জমির ফসল এবং ১০০হেক্টর জমির শাক-সবজি রয়েছে। এ বিষয়ে ভোলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, পানিতে তলিয়ে গেছে যেসব ক্ষেত সেসব কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।