রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উন্নয়ন ও শান্তির জনপদ - এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন উন্নয়ন ও শান্তির জনপদ - এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন :লালমোহনে উন্নয়নের রুপকার ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০১০ সালে উপনির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন।
পরপর দুইবার আপনারা আমাকে এমপি নির্বাচন করেছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে আমাকে ভোট দিয়েছেন। সম্মানিত করেছেন। আমি আপনাদের কাছে ঋনী। আমি আমার মেধা, শ্রম, অর্থ দিয়ে আপনাদের সেবা করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই এখন আর লালমোহনের কোন ব্যবসায়ী এখন আর চাদা দিতে হয়না। এমপি শাওন বলেন, লালমোহনের ব্যবসায়ীরা শান্তিপুর্ণভাবে ব্যবসা করে যাচ্ছেন। ব্যবসায়ীসহ নাগরিকদের সুবিধার জন্য আমি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। আমি প্রতিহিংসার রাজনীতি করিনা। আওয়ামীলীগ সরকার জনগনের উন্নয়নের জন্য কাজ করে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে সারা দেশের ভাসছে লালমোহন। আওয়ামীলীগ সরকারের আমলে লালমোহন উন্নয়ন ও শান্তির জনপদ। শনিবার সন্ধ্যায় লালমোহন মধ্যবাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়ার সভাপতিত্বে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে নাগরিক স্ংবর্ধনা প্রদান করা হয়। ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির শতাধিক নেতাকর্মী ব্যবসায়ী এমপি শাওনের উন্নয়ন কাজে মুগ্ধ হয়ে আওয়ামীলীগে যোগ দেন।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহাম্মদ বেপারির সঞ্চালনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক রনি, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।