রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মানবাধিকার লঙ্ঘণকারীদের রাজনীতি নিষিদ্ধ করুন-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
মানবাধিকার লঙ্ঘণকারীদের রাজনীতি নিষিদ্ধ করুন-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানবাধিকার লঙ্ঘণকারীদের রাজনীতি নিষিদ্ধ করুন। বর্তমান সরকারের উচিৎ হবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে আইনী সিদ্ধান্তকে কাজে লাগিয়ে অগ্রসর হওয়া। তা না হলে আবারো স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক আগ্রাসনের শিকার হবে বাংলাদেশ।
নতুনধারা বাংলাদেশ-এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে ১০ ডিসেম্বর সকাল ১০ টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘মানবাধিকার-অধিকার-রাজনীতি ও যুদ্ধাপরাধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মনির জামান, শেখ রেজাউল করিম, মো. দানেশ খান, মো. কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।