
শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলার অপচেষ্টা-পুলিশের বাধা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলার অপচেষ্টা-পুলিশের বাধা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিনেরর্ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলার চেষ্টা অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘর তুলতে বাধা দেয় ।
অভিযোগে জানাযায়, পৌর ৯ নং ওয়ার্ডের মৌজা চরগাজীপুর,জেল নং ৪৩, খতিয়ান নং ১/৩৫৫ দাগ নং ২২১ এর ২একর ২৫ শতক জমি নিয়ে পৌরসভার কর্মচারী মোকলেসুর রহমান গংদের সাথে স্থানীয় রশিদ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে। এ ঘটনায় রশিদ গং দেওয়ানী আদালতে মামলা দায়ের করে যার নং ৩০/২০১৭ । ওই মামলায় আদালত বিবাদী মোকলেসুর রহমানকে মামলার শুনাণী না হওয়া পর্যন্ত স্থিতিতাবস্থা বজায় রাখা সহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন । এদিকে বাদী রশিদ গং অভিযোগ করেন গত ২৯ নভেম্বর মোকলেসুর রহমান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড় পূর্বক ঘর তোলার চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে থানার এএসআই মাহামুদুল গিয়ে শান্তি ভঙ্গের আশংকাংয় ঘর তুলতে বাধা দেয় । তিনি বলেন স্থানীয় ভূমি অফিসের বালামে এস এ ৩৫৫ /১ সৃজিত খতিয়ানের ৭৭০ দাগ সহ ১৮টি দাগে জমির পরিমাপে ৮.৯৮ শতক । ওই জমি মোকলেসুর হমান খাস জমি দাবী কর জোড়পূর্বক ভোগ দখলের চেষ্টা করে। কিন্তু উপজেলা ভুমি অফিস বলছে ওই দাগের কোন অস্তিত্ব নেই । কোন জমি খাস,সিকি¯িত,ভিপি কিংবা অর্পিত সম্পত্বি নয় ।
এব্যাপারে এএসআই মাহামুদুল বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘর তোলার কাজে বাধা দেন ।